দেনার দায়ে আত্মঘাতী পুরো পরিবার। পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয় ঘর থেকে। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া শরৎপল্লীতে। মা ও বোনকে নিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শুভময় ঘড়ুই(৪৫) তার মায়ের নাম সঙ্গীতা ঘড়ুই(৬৫) এবং তাঁর বোনের নাম শেফালী ঘড়ুই(৪২)।
জানা যাচ্ছে শনিবার সকাল থেকেই পাওয়ানাদাররা টাকার জন্য বাড়ি এসে ডেকেছেন। পরে তাঁরা এসে দেখেন ঘর বন্ধ। একাধিকবার ডাকলেও কোনও সাড়া পাওয়া যায়নি। সকাল থেকে বাড়ির কাউকে ফোনে না পেয়ে ওই মৃত ব্যক্তির এক দিদিও তাঁদের বাড়ি আসেন। দীর্ঘক্ষন অপেক্ষার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘর থেকেই তিনজনের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তিনজনের। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তদন্ত করছে ডোমজুড় থানার পুলিশ।
Suicide
দেনার দায়ে আত্মঘাতী পরিবার, তদন্তে পুলিশ

×
Comments :0