চাকরিহারা শিক্ষকদের ওপর আক্রমণকে কার্যত সমর্থন করলেন কলকাতার মেয়র। শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর পাশে দাঁড়ালেন তিনি। এমন কি পুলিশ শিক্ষকদের মেরেছে কিনা তাও নিশ্চিত করে জানেন না মেয়র!
গত বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের অবস্থানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন চাকরি হারা শিক্ষকরা। অভিযোগ, তাঁর অনুগামী নির্মমভাবে আক্রমণ করেন অবস্থানরত শিক্ষকদের। সেই ঘটনায় সব্যসাচী দত্তর পাশেই দাঁড়ালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার কলকাতা পৌরসভা 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "চাকরিহারা শিক্ষকদের আদৌ পুলিশ মেরেছে কিনা আমি জানি না। আপনারা চাকরিহারা। আপনারা আন্দোলন করতেই পারেন। কিন্তু কোনও অফিসকে অবরোধ করে দেওয়া যায় না। পুলিশের বিষয় নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। পুলিশ সাংবাদিক সম্মেলন করে তাদের যা বলার বলে দিয়েছে। "
সব্যসাচী দত্তের ওখানে যাওয়াটা কি ঠিক হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ বলেন, "আমরা জনপ্রতিনিধি। মানুষ অবরুদ্ধ হয়ে থাকলে তা দেখা জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে। সব্যসাচী সেটাই করতে গেছিল।"
তিনি আরও বলেন, "দিনের পর দিন ওই এলাকা পুরো বন্ধ করে দেব, এটা হয় না। একাধিক সরকারি দপ্তর রয়েছে ওই এলাকায়।" আধিকারিক, মন্ত্রীদের ঘুরে যেতে হচ্ছে বলে অভিযোগ ফিরহাদের।
সংবাদ মাধ্যমকে হেনস্তা করা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদের উত্তর, "সংবাদ মাধ্যমকে হেনস্তা করা হয়নি। সংবাদমাধ্যম উল্টে আমাদের হেনস্তা করছে রোজ ভুল রিপোর্ট দেখিয়ে।" তার অভিযোগ সংবাদমাধ্যম একতরফা ভাবে খবর পরিবেশন করছে। যা করা উচিত নয়।
Firhad Hakim
শিক্ষক নিগ্রহে সব্যসাচীকে সমর্থন ফিরহাদের

×
Comments :0