জানা অজানা
রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানচর্চা
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের বিজ্ঞান শিক্ষক ছিলেন সীতানাথ ঘোষ।
সীতানাথ একজন বৈজ্ঞানিক ছিলেন।এই মহান বিজ্ঞান
শিক্ষক তড়িৎ চিকিৎসার জন্য একপ্রকার নতুনযন্ত্র
আবিষ্কার করেন।ব্যবহারিক বিজ্ঞানচর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথের
পথপ্রদর্শক ছিলেন এই সীতানাথ ঘোষ।
ছোটবেলা থেকে সাহিত্যের পাশাপাশি তাঁর বিজ্ঞান মনস্কতার
পরিচয় পাওয়া যায়। ১৯৩৭খ্রিস্টাব্দে তাঁর বিজ্ঞানচর্চা বিষয়ক
বই' বিশ্বপরিচয় 'প্রকাশিত হয়।এই বইটার গুরুত্ব অপরিসীম।
এতো সহজ সরল ভাষায় বিজ্ঞানের বই কেউ এর আগে
লেখেন নি।এই পুস্তকে আলোচিত হয়েছে ভূবিদ্যা, পদার্থবিদ্যা,
প্রাণীবিদ্যা,জ্যোতিবিজ্ঞানের মতন বিষয়গুলো।
শান্তিনিকেতনে তিনি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে
জ্যোতিবিদ্যার শিক্ষা নেন। বিজ্ঞানকে ভালোবেসে
আচার্য জগদীশচন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথের সুমধুর
সম্পর্ক গড়ে ওঠে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডারউইনের অভিব্যক্তিবাদ ভালোভাবে
পড়ে আয়ত্ত করেন। আচার্য জগদীশচন্দ্র বসুকে নিয়ে লিখলেন
'আচার্য জগদীশের বার্তা'।এই প্রবন্ধে বিজ্ঞানে জগদীশের
শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরা হয়েছে।' বিশ্বপরিচয় ' গ্রন্থের প্রথম
অধ্যায়ের নাম 'পরমাণুলোক' । এখানে পরমাণু নিয়ে অনেক
অজানা বিষয় রবীন্দ্রনাথ আলোচনা করেছেন।
সৌরজগৎ অধ্যায়ে সূর্য এবং গ্রহ নিয়ে রবীন্দ্রনাথ অনেক
অজানা তথ্য তুলে ধরেছেন। গ্রহলোক অধ্যায়ে গ্রহদের
সৃষ্টি নিয়ে অনেক কিছু তিনি আমাদের বলেছেন।
তিনি বিজ্ঞান বিষয়ক বেশ কিছু প্রবন্ধ লেখেন।এদের মধ্যে
উল্লেখযোগ্য --মানবশরীর,ঈথার,উদয়াস্তে চন্দ্রসূর্য,ভূগর্ভস্থ জল এবং
বায়ুপ্রবাহ,মাকড়সা সমাজে স্ত্রীজাতির গৌরব।এই সব প্রবন্ধগুলো ভারতী,
সাধনা,বঙ্গদর্শন,সবুজপত্র,তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ভূগর্ভস্থ জল এবং বায়ুপ্রবাহ প্রবন্ধে
রবীন্দ্রনাথ ঠাকুর একশো বছর আগে আগামীদিনে পৃথিবীতে
যে তীব্র জলসংকটে পড়বে তা তিনি পরিষ্কার ভাবে তুলে ধরেছেন।
রবীন্দ্রনাথ নিজের পুত্র রথীন্দ্রনাথকে একজন কৃষিবিজ্ঞানী
করতে চেয়েছিলেন।জগদানন্দ রায় ছিলেন একজন
বিজ্ঞানবিদ এবং সুলেখক।যার জন্ম নদীয়াজেলার রায়পাড়ায়।
তিনি রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতনে এসে গণিত এবং
বিজ্ঞানের শিক্ষক পদে যোগ দেন।
রবীন্দ্রনাথ ঠাকুর একজন সত্যিকারের বিজ্ঞানসাধক ছিলেন।
যে বিজ্ঞানচেতনা কবি জীবনের পরম সত্য হয়ে উঠেছিল।
Comments :0