বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে ইউ এস লন টেনিসের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কে?
২. ভারতের টেস্ট খেলোয়াড় চেতেশ্বর পূজারার টেস্ট খেলার পরিসংখ্যান কি?
৩. সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি জানো সংক্ষেপে বলো।
৪. কবি অরুণাচল বসু সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. জন্মশতবর্ষে কবি রাম বসু সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
সমাধান
১. ২০২৫ সালে ইউ এস লন টেনিস
জয়ী হন স্পেনের কার্লোস আলকারাজ ইতালির ইয়ানিক সিনারকে ৩-১ সেটে হারিয়ে।
২. চেতেশ্বর পূজারা ভারতের হয়ে
১৫ বছরে ১০৩ টি টেস্ট খেলে
১৯ টি সেঞ্চুরি ও ৩৫ টি হাফ সেঞ্চুরির মাধ্যমে মোট রান করেন ১৬২১৭ রান।
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (জন্ম ১২/০৯/১৮৯৪)অসংখ্য ছোটোগল্প ও ২১টি উপন্যাস রচনা করেন।পথের পাঁচালী(১৯২৮) তাঁর প্রথম উপন্যাস এবং ইছামতী (১৯৫০) শেষ উপন্যাস যা তাঁর মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি।
৪. কবি অরুণাচল বসু (জন্ম১২/০৯/১৯২৩) ছিলেন কবি
সুকান্ত ভট্টাচার্য-র অন্তরঙ্গ বন্ধু। তিনি 'নতুন সংস্কৃতি'-র প্রতিষ্ঠাতা।অঙ্কনে, অনুবাদে, অভিনয়ে, গীতিকার হিসেবে খ্যাত। পলাশের কাল ও দুরন্ত রাধা তাঁর কাব্যগ্ৰন্থ।
৫. জন্মশতবর্ষে(জন্ম১৩/০৯/১৯২৫)আজ প্রগতিশীল কমিউনিস্ট কবি রাম বসু ।১৪ টি কাব্যগ্রন্থ, ১০টি কাব্যনাটক এবং 'কনিষ্ক' ছদ্মনামে প্রবন্ধ ও উপন্যাস নিয়ে তিনি আরও ১৬ টি গ্ৰন্থ প্রণেতা। তিনি রবীন্দ্র পুরস্কার(১৯৮৯) ও উল্টোরথ পুরস্কার বিজয়ী ।
৬. অপরাজেয় কথাশিল্পী, যিনি অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, পরশুরাম ছদ্মনামেও পরিণীতা, পল্লী সমাজ , দেবদাস, চরিত্রহীন, পথের দাবী ইত্যাদি উপন্যাস ওমন্দির, মহেশ, অভাগীর স্বর্গ প্রভৃতি ছোটোগল্প লেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (জন্ম:১৫/০৯/১৮৭৬)কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্জন করেন।
Comments :0