Housewife Hacked to Death in Purulia

ডাইনি অপবাদে গৃহবধূকে কুপিয়ে খুন পুরুলিয়ায়

রাজ্য জেলা

ফের নির্মম, নৃশংস নির্যাতনের চিত্র উঠে এলো রাজ্যে। স্রেফ  কুসংস্কারের শিকার হলেন নিরীহ গরিব আদিবাসী গৃহবধূ! ঘটনা পুরুলিয়ার। ডাইন অপবাদ দিয়ে আদিবাসী গৃহবধূকে খুনের অভিযোগ দেওর সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। যদিও ঘটনায় গ্রেপ্তার ২ মহিলা সহ ৬ জন।‌ তবুও অন্ধবিশ্বাসের খেসারত আরও কতোদিন সেই প্রশ্ন তুলেছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। স্রেফ মারধর করে মাটিতে ফেলে দেওয়াই নয়, দল বেঁধে কুপিয়ে মেরে ফেলা এই ঘটনাকে বর্বর বললেও কম বলা হয়। কুসংস্কার, অন্ধবিশ্বাসের খেসারতে একের পর এক ভয়াবহ ঘটনার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। কখনও মৃত্যু, কখনও শরীরের অংশ কেটে নেওয়া, কখনও ঘরছাড়া হওয়ার ঘটনা ঘটেই চলেছে। সেই রকম একটা নৃশংস ঘটনা ঘটে গেল কালীপূজার রাতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রাম। মৃতার নাম পদবী টুডু (৩৭)।
মৃতার স্বামী ও মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই কালীপূজার রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেখানে পদবী টুডুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুখ থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর পদবী টুডুর দেওর সহ পরিবারের একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment