MONDA MITHI — PALLAV MUKHOPADHAYA | NAZRUL — NATUNPATA | 25 MAY 2024

মণ্ডা মিঠাই – পল্লব মুখোপাধ্যায় | শিশু-কিশোরদের কবি নজরুল – নতুনপাতা | ২৫ মে ২০২৪

ছোটদের বিভাগ

MONDA MITHI  PALLAV MUKHOPADHAYA  NAZRUL  NATUNPATA  25 MAY 2024 MONDA MITHI — PALLAV MUKHOPADHAYA | NAZRUL — NATUNPATA | 25 MAY 2024

মণ্ডা মিঠাই

শিশু-কিশোরদের কবি নজরুল
পল্লব মুখোপাধ্যায়

নতুনপাতা

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি ও সংগীতকার। তাঁর
সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ
করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত
বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। নজরুল
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া
গ্রামে জন্মগ্রহণ করেন।নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া।
বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল
নামে খ্যাত। রবীন্দ্রনাথের অনুকরণমুক্ত কবিতা রচনায় তাঁর অবদান খুবই গুরুত্বপূর্ণ।
তাঁর ব্যতিক্রমী কবিতার জন্যই ‘ত্রিশোত্তর আধুনিক কবিতা’-র সৃষ্টি সহজতর
হয়েছিল বলে মনে করা হয়। নজরুল তাঁর কবিতায় ব্যতিক্রমী এমন সব বিষয় ও শব্দ
ব্যবহার করেন, যা আগে কখনও ব্যবহূত হয়নি। নজরুল তাঁর সৃষ্টিকর্মে মিশ্র ঐতিহ্যের
পরিচর্যা করেন। কবিতা ও গানে তিনি এ মিশ্র ঐতিহ্যচেতনাবশত প্রচলিত বাংলা
ছন্দরীতি ছাড়াও অনেক সংস্কৃত ও আরবি ছন্দ ব্যবহার করেন।
নজরুল রাঢ় বাংলার (পশ্চিম বাংলার বর্ধমান-বীরভূম অঞ্চল) কবিতা, গান আর নৃত্যের
মিশ্র আঙ্গিক লোকনাট্য লেটোদলে যোগদান করেন। ঐসব লোকনাট্যের দলে বালক
নজরুল ছিলেন একাধারে পালাগান রচয়িতা ও অভিনেতা। নজরুলের কবি ও শিল্পী জীবনের
শুরু এই লেটোদল থেকেই। হিন্দু পুরাণের সঙ্গে নজরুলের পরিচয়ও লেটোদল থেকেই শুরু
হয়েছিল। তাৎক্ষণিকভাবে কবিতা ও গান রচনার কৌশল নজরুল লেটো বা কবিগানের
দলেই রপ্ত করেন। এ সময় লেটোদলের জন্য কিশোর কবি নজরুলের সৃষ্টি "চাষার সঙ",
"শকুনিবধ", "রাজা যুধিষ্ঠিরের সঙ", "দাতা কর্ণ", "আকবর বাদশাহ", "কবি কালিদাস",
"বিদ্যাভূতুম", "রাজপুত্রের সঙ", "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ", "মেঘনাদ বধ" প্রভৃতি।
বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশে তাঁকে “জাতীয় কবি” হিসেবে মর্যাদা দেওয়া হয়। তাঁর কবিতা ও গানের
জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী।

১৯২২ সালে নজরুলের যেসব সাহিত্যকর্ম প্রকাশিত হয় সেসবের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল
কবিতা-সংকলন "অগ্নি-বীণা"। বাংলা কবিতার পালাবদলকারী কাব্য "অগ্নি-বীণা"
প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে যায় এবং পরপর কয়েকটি নতুন

সংস্করণ প্রকাশ করতে হয়; কারণ এ কাব্যে নজরুলের ‘প্রলয়োল্লাস, ‘আগমনী,
‘খেয়াপারের তরণী, ‘শাত-ইল্-আরব, ‘বিদ্রোহী, ‘কামাল পাশা প্রভৃতি বাংলা সাহিত্যে সাড়া
জাগানো এবং বাংলা কবিতার মোড় ফেরানো কবিতা সংকলিত হয়েছিল।
এরই পাশাপাশি কবি নজরুলের অমর সৃষ্টি হয়ে আছে তাঁর শিশু-কিশোরদের উপযোগী
কবিতাগুচ্ছ |তাঁর শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা | "খুকি ও
কাঠবিড়ালি", "লিচু-চোর", "খাঁদু-দাদু" ইত্যাদি তারই প্রমাণ। ছোটদের জন্য লেখা কাজী
নজরুল ইসলামের সরল ও সুন্দর একটি কবিতা "লিচু চোর"। এছাড়াও অন্যান্য জনপ্রিয়
কবিতার মধ্যে "ঝিঙে ফুল", "আমি হব সকল বেলার পাখি", "আমি হব গাঁয়ের রাখাল ছেলে",
"মা", "খোকার খুশি", "খোকার গপ্পো বলা", "নতুন খাবার" ইত্যাদি | একজন পিতা নিজ
সন্তানকে কোলে দেখে যা অনুভব করেন, নজরুলের লেখা "শিশু জাদুকর" হয়তো তারই
ব্যক্ত রূপ। আমরার প্রজাপতি অন্যমনে/উড়ে এলি দূর কান্তার-কাননে।/পাখা ভরা
মাখা তোর ফুল-ধরা ফাঁদ,/ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ!/কালো দিয়ে করি তোর
আলো উজ্জ্বল-/কপালেতে টিপ দিয়ে নয়নে কাজল।

 

 

 

Comments :0

Login to leave a comment