মুক্তধারা
কবিতা
আজ দীপাবলি
-------------------------
সুখেন্দু মজুমদার
-------------------------
২৩ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
{ad
}ঘরে ঘরে বাতি আর পথে পথে আলো
বলব কি রাত যেন ভারি জমকালো।
কারা এসে মুছে দিল রাতের আঁধার
ঝুপড়িতে থাকি বটে ছাউনি পাতার।
শহর আলোর নদী জোয়ার ভাটায়
ঝুপড়িতে ঢুকে পড়ে আসর বসায়।
ঝুপড়িটা তাই আজ লাগছে কি খাসা
যেমন জোনাকি করে বাবুইয়ের বাসা।
কারো কম কারো বেশি থাকুক না হয়
ঘরে ঘরে মনগুলো হোক আলোময।
এটুকু চাইতে পারি কাজ আছে চলি
গাঁ- শহর আলোমাখা আজ দীপাবলি।
-----------------------------------------
{ad
Comments :0