POETRY / JAGADISH PAL / MANIFASTO / MUKTADHARA / 15 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / জগদীশ পাল / ম্যানিফেস্টো / মুক্তধারা / ১৫ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  JAGADISH PAL  MANIFASTO  MUKTADHARA  15 OCTOBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে 

মুক্তধারা

কবিতা

ম্যানিফেস্টো 

-------------------------
জগদীশ পাল
-------------------------

১৫ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

একটা নিকানো উঠোন 
তুলসী তলা মায়ের ওষুধ 
পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ই ছিল
পড়ে উঠতে পারিনি

ডাল সহ একটা রক্ত গোলাপ 
বুকের পকেটে নিয়ে 
আনা-চে-কানাচে ঘুরেছি বহুদিন 
যন্ত্রণায় বুকে চেপে ধরেছি
কাঁটাগুলো পটপট করে 
হৃদয় রক্তাক্ত করেছে 
দেখাতে পারিনি

তোর মানচিত্রে ওরা কাঁটাতার আঁকছে 
কালি লেপে অন্ধকার করে দিচ্ছে সীমানার ও প্রান্ত
এখানেও পারিনি
রোয়া ওঠা কুকুরের সাথে
বেড়ে উঠ ছেলে 
শুধু দিয়ে গেলাম তোকে 
আমার অপ্রকাশিত ম্যানিফেস্টো 
সাবধানে শুধু বের করিস।

Comments :0

Login to leave a comment