শুক্রবার জম্মুতে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনার পর ব্ল্যাকআউট জারি। সাইরেন বেজে ওঠে। পাঞ্জাবের পাঠানকোট এবং ফিরোজপুরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ শুরু করে, পাকিস্তানের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে ভারত দায়িত্ববোধ দেখিয়েছে বলে শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। তিনি বলেন, ‘‘আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে’’। তিনি আরও বলেছেন, ‘‘পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর "অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘল করেছে এবং এর প্রতিদানে "যোগ্য জবাব" পেয়েছে’’।
এদিন ফের হামলা চালায় পাকিস্তানের সেনা। বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু । বিমানবন্দরের আশেপাশে দুটি বিস্ফোরণের শব্দ শোনার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যায় অন্ধকারে ডুবে যায় জম্মু ।
এদিন সকাল সাড়ে আটটা নাগাগ সাম্বা এবং জম্মুর অন্যান্য অংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। শুক্রবার শ্রীনগরেও বিদ্যুৎহীনতা দেখা দেয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, “আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ, সম্ভবত ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে”। তিনি জম্মু এবং তার আশেপাশের বাসিন্দাদের রাস্তায় বের না হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি লিখেছেন “জম্মু এবং তার আশেপাশের সকলের কাছে আমার আন্তরিক আবেদন, দয়া করে আগামী কয়েক ঘন্টার জন্য রাস্তা থেকে দূরে থাকুন, বাড়িতে থাকুন অথবা আপনার কাছের যে কোনও স্থানে নিরাপদ বলে মনে হয় সেখানে থাকতে পারেন। গুজব উপেক্ষা করুন, ভিত্তিহীন বা যাচাই না করা গুজব ছড়াবেন না, আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করব’’।
এদিন সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে পাকিস্তান থেকে আসা ড্রোনের একটি ঝাঁক দেখা গেছে, যা প্রতিহত তৎপরতা চলছে। পুলিশ জানিয়েছে পাঞ্জাবের ফিরোজপুরে জনবহুল এলাকায় পাকিস্তানি ড্রোনের আঘাতে তিনজন আহত হয়েছেন। একদিন আগেই ৩০০-৪০০টি ড্রোন গুলি করে ভারতীয় সেনাবাহিনী সেগুলো ধ্বংস করেছে।
Comments :0