Birbhum

বীরভূম থেকে এসটিএফ-এর জালে দুই

রাজ্য জেলা

বীরভূম থেকে দুজনকে আটক করল এসটিএফ। আটকদের নাম শাহ ইমাম সেখ ও আজমল সেখ। শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে। তিনি পেশায় দর্জি।  আজমল সেখের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চন্ডিপুর গ্রামে। আজ সকালে কলকাতা থেকে এসটিএফের সদস্যদের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের আটক করে। তবে কি কারনে তাদের আটক করা হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট করে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা।

ধৃতদের  কাছ থেকে কয়েকটি ধর্মীয় বই, ফোন ও একটি ল্যাপটপ পাওয়া গেছে।

Comments :0

Login to leave a comment