‘‘যে কোন ক্ষেত্রেই আমাদের রবীন্দ্রনাথের স্মরাপন্ন হতে হয়। তাঁর লেখা প্রতিটা ক্ষেত্রেই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সব সময় মানবতার কথা, মানবতার জয়ের কথা বলে এসেছেন। বর্তমান সময় সন্ত্রাসবাদের, উগ্রহিন্দুত্ববাদ যে ভাবে মাথা চাড়া দিয়েছে তাতে রবীন্দ্র ভাবনা খুব গুরুত্বপূর্ণ।’’ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মহম্মদ সেলিম।
গতকাল রাত থেকে ভারত এবং পাকিস্তানের যেই সামরিক সংঘাত তৈরি হয়েছে সেই বিষয় প্রশ্ন করা হলে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘গতকাল রাত থেকে একাধিক সংবাদমাধ্যম যে ভাবে ভুয়ো ভিডিও দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তা নিন্দনীয়। মানুষের কথা সবার আগে ভাবতে হবে। সীমান্তে যারা থাকেন তাদের পরিস্থিতি চিন্তা করতে হবে। রাজস্থান, জম্মু, পাজ্ঞাবের সীমান্ত এলাকায় যারা থাকেন তাদের জীবনের কথা ভাবতে হবে। তাদের জীবনকে কোন ভাবে সঙ্কটের মুখে পড়তে দেওয়া যাবে না। ভারত হোক বা পাকিস্তান দুই দেশের অর্থনীতি ভালো জায়গায় নেই যার ফলে এই দুই দেশ যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধ হলে লাভ হবে আমেরিকা, চীন কারণ তারা তখন ভারত এবং পাকিস্তানের কাছে নিজেদের তৈরি অস্ত্র বিক্রি করবে, আর আমাদের স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যায় বরাদ্দ কমবে।’’
উল্লেখ্য পুঞ্চে পাকিস্তান সামরিক বাহিনীর হামলায় ১৩জন ভারতীয় নিহত হয়েছেন। যাদের মধ্যে আছেন মহিলা এবং শিশু।
সেলিম বলেন, ‘‘প্রতিটা যুদ্ধ এক পরিস্থিতিতে শুরু হয় শেষ হয় অন্য একটি পরিস্থিতিতে গিয়ে। সেই জন্য আমরা বার বার বলি যে আমরা যুদ্ধের বিরুদ্ধে। এখন দেখা যাচ্ছে ভারতের সাধারণ নাগরিকদের লক্ষ করা হচ্ছে। অনেকে মারা গিয়েছেন পাকিস্তানের হামলায়। যারা যুদ্ধ শুরু করে তারা কখনও গিয়ে যুদ্ধ করে না।’’
Salim
যুদ্ধ হলে লাভ হবে আমেরিকা, চীনের : সেলিম

×
Comments :0