airports closed

বিমানবন্দর বন্ধের সময় সীমা বাড়ালো

জাতীয়

বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার। পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের জেরে দেশের ২৪ টি বেশি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বাড়াল ভারত। বৃহস্পতিবার, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করে যে ২৪টি বিমানবন্দরে ১০ মে পর্যন্ত অসামরিক বিমান চলাচল বন্ধ থাকবে। এদিন সেই সময়সীমা বাড়িয়ে ১৫ মে  করা হয়েছে। ওইদিন ভোর ৫টা ২০ মিনিট পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে কেন্দ্র সরকার।
সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দরগুলির মধ্যে শ্রীনগর বিমানবন্দর অন্যতম। দেশের উত্তর এবং পশ্চিম অংশে অবস্থিত ওই বন্ধ থাকা বিমানবন্দরগুলির মধ্যে শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোদপুর, জৈশলমীর, সিমলা, ধর্মশালা এবং জামনগর উল্লেখযোগ্য। এছাড়া বাতিল ২০০টি বেশি বিমানের মধ্যে অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো অমৃতসর এবং শ্রীনগর থেকে ১৬৫ টি বেশি উড়ান বাতিল করেছে। কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে বাড়তি সতর্কতা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment