আহসান-উর-রহিম ওরফে দানিশের পরে দিল্লির পাকিস্তানি দূতাবাসে কর্মরত আরও এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ভারত সরকার। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাক হাইকমিশনের ওই কর্তা ভারতে তাঁর সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন। দিল্লির পাক শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) তলব করে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা (কূটনৈতিক পরিভাষায় ডিমার্শ) দেওয়া হয়েছে। ঠিক কোন অভিযোগে ওই পাক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। তবে বিদেশ মন্ত্রক বুধবার এক বিবৃতিতে জানিয়েছে। ১৩ মে ভারত পাকিস্তান হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিমকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে বহিষ্কার করার এক সপ্তাহেরও বেশি সময় পরে এটি ঘটেছে। ওই আধিকারিকের নাম এখনও প্রকাশ করা হয়নি। তাঁকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে যে ভারতে নিযুক্ত কোনও পাকিস্তানি কূটনীতিক বা আধিকারিক তাদের সুযোগ-সুবিধা এবং মর্যাদার অপব্যবহার করবেন না।
India Expels Pakistani Diplomat
পাক দূতবাসের আরও এক আধিকারিককে বহিষ্কার করল কেন্দ্র

×
Comments :0