Pronoy Karji Hemtabad

কলকাতায় হাওয়া খেয়ে উত্তরবঙ্গে গল্প দেয় বিজেপি: ছাত্রনেতা প্রণয়

জেলা বাংলা বাঁচাও যাত্রা

হেমতাবাদে ‘বাংলা বাঁচাও যাত্রা’-র জনসভায় বলছেন প্রণব কার্য্যী।।

হকের অধিকার আদায়ের জন্য এই যাত্রা। শিক্ষা ভয়াবহ, কর্মসংস্থান নেই প্রায়। স্বাস্থ্য বিধস্ত। কমবয়সীদের জীবন ছারখার করে দিচ্ছে তৃণমূল এবং বিজেপি। যে বয়সে কাজে যাওয়ার কথা ছিল, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল, সে বয়সে বেকার হয়ে বসে আছি। আগামীদিনে কী করব ঠিক নেই। 
হেমতাবাদে ‘বাংলা বাঁচাও যাত্রা’-র জনসভায় একথা বলেছেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী। 
প্রণয় জীবনের অভিজ্ঞতা শুনিয়েছে জনসভায়। বলেছেন, ‘‘তৃণমূলের এজেন্টরা এসে বেকার ছেলেমেয়েদের বলে, চাকরি পেলি না? বলে, আমার কোটা আছে। ১০ লক্ষ টাকা দিলে প্রাইমারির চাকরি হবে। সেই যুবক স্বপ্ন দেখে। বাবাকে টাকা দিতে বলে। অনেক তো খরচ করলে আর দশ লাখ টাকা। বাবা ভাবেন, মায়ের সঙ্গে কথা বলেন। বাড়ি বন্ধক দিয়ে, বোনের বিয়ের গয়না বন্ধক দিয়ে টাকা তুলে দেয়। আর এই টাকাও জলে যায়, জালিয়াতি হয়। পার্থ চ্যাটার্জিরা ফুলে ফেঁপে ওঠে।’’ 
প্রণয় বলেন, ‘‘এটাই এখন পশ্চিমবাংলা। একের পর এক ঘর ভেসে যাচ্ছে আর তৃণমূলের নেতারা ফূর্তি করে বেড়াচ্ছে। এই বাংলাকে বদলাতে হবে। বাঁলাকে বাঁচাতে হবে। তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। একযোগে লড়াই করতে হবে। সেই জন্যই এই ‘বাংলা বাঁচাও যাত্রা’।’’
তিনি বলেন, ‘‘মমতা-মোদী সেটিং সারা বাংলা জানে। ২০১৯’র পর উত্তরবঙ্গে বেশিরভাগ আসন জেতে বিজেপি। বিধানসভায় বিজেপি’র আসন আছে। কিন্তু কলকাতায় এসে হাওয়া খেয়ে এসে উত্তরবঙ্গে এসে গল্প দেয়।’’
তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গে যত প্রাথমিক বিদ্যালয় তার ৯০ শতাংশ বামফ্রন্ট সরকারের সময়ের। উপ স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রেও তাই। এরা ধ্বংস করছে। এই দুই শক্তিকে রোখার লড়াই।’’

Comments :0

Login to leave a comment