বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ৩১ জুলাই ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ২০২৫ সালে পুরুষ বিভাগে কে জয়ী উইম্বলডন লন টেনিস ট্রফি?
২. ২০২৫ সালে কোন্ ফুটবল দল ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী?
৩. কে ছিলেন নেলসন ম্যান্ডেলা?
৪. ভারতীয় গণপরিষদ কবে তেরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্ৰহণ করে?
৫. দানিয়ুব নদীর উপর ইউরোপের কয়টি দেশের রাজধানীর অবস্থিতি?
৬. ভারতে মুদ্রা বা কয়েন কোথায় তৈরি হয়?মুদ্রা বা কয়েন কোথায় নির্মিত হয় তা সহজে জানার উপায় কি?
সমাধান
১. ২০২৫ সালে পুরুষ বিভাগে ইতালির ইয়ানিক সিনার ফাইন্যালে স্পেনের আলকারাজকে পরাজিত করে প্রথমবার উইম্বলডন লন টেনিস বিজয়ী হন।
২. লন্ডনের চেলসি ক্লাব ফাইনালে ৩-০ গোলে ফ্রান্সের প্যারিস সঁ জরমঁ (পিএসজি) ক্লাবকে পরাস্ত করে ২০২৫ সালে ফিফা বিশ্বকাপ বিজয়ী হয়।
৩. নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা (জন্ম ১৮/০৭/১৯১৮) মানবাধিকার ও বর্ণবৈষম্য বিরোধী দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-১৯৯৯) যিনি ২৭ বছর কুখ্যাত বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী এবং দ্বিতীয় অ-ভারতীয় হিসেবে ১৯৯০ সালে 'ভারতরত্ন' পুরস্কার লাভ করেন।
৪. ১৯৪৭ সালের ২২ শে জুলাই ভারতীয় গণপরিষদ তেরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্ৰহণ করে। পতাকাটির নকশাকার পিংলি বেঙ্কাইয়া।
৫. দানিয়ুব নদীর উপর ইউরোপের মোট ৪টি দেশের রাজধানী অবস্থিতি: অষ্ট্রিয়ার ভিয়েনা, স্লোভাকিয়ার ব্রাতিশ্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট এবং সার্বিয়ার বেলগ্ৰেড।
৬. ভারতে মোট ৪টি মিন্টে মুদ্রা বা কয়েন তৈরি হয়। মুম্বাই, কলকাতা, নয়ডা এবং হায়দারাবাদে। কয়েন চিনবার উপায় হল মুম্বাইয়ের কয়েনে বরফি চিহ্ন, নয়ডা চিনতে হলে গোল চিহ্ন , হায়দারাবাদে তারা চিহ্ন এবং কলকাতায় কোনো চিহ্ন থাকে না।উপায় কি?
Comments :0