সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পহেলগামে সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তীতে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। রাহুল প্রধানমন্ত্রীকে লিখছেন যুদ্ধ বিরতি নিয়েও আলোচনা করা দরকার। ভবিষ্যতে এই রকমের পরিস্থতি মোকাবিলার জন্য প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ হবে বলে রাহুল মনে করছেন। তিনি আরও লিখেছেন, "এই দাবিটি গুরুত্ব সহকারে ও অতি দ্রুত বিবেচনা করবেন।"
সংসদের দুই কক্ষেই আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই আবেদন করেছেন। খাড়গে জানিয়েছেন সংসদের একটি বিশেষ অধিবেশনের জন্য সমস্ত বিরোধী দলের সর্বসম্মত অনুরোধ হিসাবে তিনি এই চিঠি লিখেছেন। সর্বদলীয় বৈঠকে সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসও এই দাবি তুলেছিলেন।
RAHUL GANDHI
সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল, খাড়গের

×
Comments :0