দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে বইবে দমকা হাওয়া। হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সোমবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের অনুমান এই সপ্তাহে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিঙ ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিঙ,কালিংপঙ, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিণ কমবে।
Comments :0