Blast In Balochistan

বালুচিস্তানে আইডি বিস্ফোরণে নিহত সাত পাক সেনা

আন্তর্জাতিক

পাকিস্তানের বালুচিস্তানে আইডি বিস্ফোরণে কমপক্ষে হত সাত পাক সেনা। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন বলেও জানা গিয়েছে। বিস্ফোরণে পাঁচ সেনা আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। তাদের নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন স্বীকার করেনি। তবে পাকিস্তান প্রশাসনের মতে এই হামলার পেছনে বালোচ লিবারেশন আর্মি জড়িত থাকতে পারে। 
পাকিস্তান সেনা ও স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার কাচ্ছি জেলার মাচ এলাকায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় সন্ত্রাসবাদীরা একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। খবরে বলা হয়েছে, হামলায় ৭ সেনা নিহত হয়েছেন। হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করেছে সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টায়। প্রশাসনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘৃণ্য হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে।

Comments :0

Login to leave a comment