srijan bhattacharya

সৃজন ভট্টাচার্যের ছবি বিকৃত করে বিদ্বেষ প্রচার, অভিযোগ সাইবার ক্রাইমে

রাজ্য কলকাতা

এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যর সাথে ২০ এপ্রিল ব্রিগেডে এক এসএফআই কর্মীর তোলা ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে। পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে  সাইবার ক্রাইম দপ্তরে।

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে বামপন্থী ও প্রগতিশীল মানুষদের 'দেশবিরোধী' বলে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছিলো। ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সৃজনের অভিযোগ, এআই ব্যবহার করে ছবি বিকৃত করা হয়েছে। সৃজনের বক্তব্য এই বিকৃত ছবি ব্যবহার করে সিপিআই(এম) ও তাঁর সম্মানহানি করার চেষ্টা করেছে। 
সৃজনের কথায় বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম, তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে সৃজন। 

Comments :0

Login to leave a comment