smart meter

স্মার্ট মিটার নিয়ে চাই সর্বদলীয় বৈঠক বললেন শুভঙ্কর সরকার

রাজ্য কলকাতা

রাজ্যের সমস্ত বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি দাবি করেন বিধানসভায় আলোচনা করা হোক এবং সর্বদলীয় বৈঠক করুক রাজ্য সরকার। চিরাচরিত পদ্ধতি থেকে স্মার্ট মিটার চালু করলে একটা পরিকল্পনার দরকার যা সরকার গ্রহণ করেনি।

কংগ্রেস দাবি করেছে যে অবিলম্বে স্মার্ট মিটার স্থাপন প্রক্রিয়া স্থগিত করা হোক। গণসচেতনতা ছাড়া ও গ্রাহকের লিখিত সম্মতি ছাড়া কোনো মিটার প্রতিস্থাপন করা যাবে না। বিল ত্রুটি ও গ্রাহক অভিযোগ নিষ্পত্তির জন্য স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিকার ব্যবস্থা চালু করা হোক। কর্মচ্যুত শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে। ডিজিটালভাবে পিছিয়ে থাকা নাগরিকদের সহায়তা ও সচেতনতার জন্য আলাদা পরিকাঠামো গড়ে তোলা হোক।  

শুভঙ্কর সরকার বলেন, "স্মার্ট মিটারের নামে চুরি চলছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার লাগু করছে। উপভোক্তাদের বাধ্য করা হচ্ছে।একটা মিটারের দাম ১০ থেকে ১২ হাজার। একটা মিটার ৫ থেকে ৬ বছর চলবে। মানে বছরে ২ হাজার টাকা অতিরিক্ত দিতে হচ্ছে গ্রাহকদের"
তিনি আরও বলেন, "অধিকাংশ গ্রাহককে না জানিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে। ভুল রিডিং ও অতিরিক্ত বিলের অভিযোগের সঠিক ও দ্রুত প্রতিকার মিলছে না। এই বিষয় গুলি নিয়ে রাজ্য সরকার নিশ্চুপ। তাই এই বিষয়ে সর্বদলীয় বৈঠক করা জরুরি।"

সিপিআই(এম) সহ দেশের বামপন্থী দল গুলি এই স্মার্ট মিটার বাতিলের দাবি করছে। বিভিন্ন রাজ্যে স্মার্ট মিটার নিয়ে আন্দোলন, সংগ্রাম করছে তারা। 
 

Comments :0

Login to leave a comment