ফের অবস্থান-বিক্ষোভে ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে কলেজ স্কোয়ারে তিন দিনের অবস্থান - বিক্ষোভ কর্মসূচি শুরু করলো তাঁরা। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে ১৬ থেকে ১৮ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা অবস্থান করবেন। তাঁদের মূল দাবি, দ্রুত ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি সহ টেট উত্তীর্ণ প্রার্থীদের নাম, রোল, ক্যাটাগরি, ট্রেনিং মেথড সহ পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে।
চাকরিপ্রার্থীরা পেহেলগাম হত্যাকান্ডের নিন্দা করেন এবং নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন। পাশাপাশি চাকরিহারা শিক্ষক - শিক্ষিকাদের ওপর প্রশাসনের অমানবিক বল প্রয়োগ নিয়েও তাঁরা তীব্র নিন্দা জানান। চাকরিপ্রার্থী বিদেশ গাজী বলেন, "২০১৭ সালের টেটের পর ২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল। তাতে উত্তীর্ণ হয়েও নিয়োগের বিজ্ঞপ্তি পাইনি।"
চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ১ লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে। তবুও নিয়োগ নিয়ে টালবাহানা করছে সরকার। আমাদের দাবি প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।" এদিনের অবস্থান- বিক্ষোভ কর্মসূচিতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ তীব্র গরমে পানীয় জলের গাড়ির জন্য লিখিত আবেদন করেও সুরাহা হয়নি। চাকরিপ্রার্থী পার্থজিৎ বণিক বলেন, ‘‘সকাল বেলায় আবেদন করেছি, দুপুরে কর্পোরেশনে আমাদের প্রতিনিধিরাও কমিশনারের সঙ্গে কথা বলতেও গিয়েছিলেন। কিন্তু পানীয় জলের কোনও বন্দোবস্ত করেনি। চাকরি চাইলে বাহানা দিচ্ছে, কিন্তু জল চেয়েছি তাতেও এমন আচরণ কেন?’’
tet 2022
পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে ধর্নায় টেট উত্তীর্ণরা

×
Comments :0