উৎসবে অনুভবে
মুক্তধারা
ফিরে এসো মা
-------------------------
সোমা লাহিড়ী মল্লিক
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
ফিরে এসো মা, শারদে আবার,
ঢাকের তালে মন মাতুক সবার।
শিউলি গন্ধ ভাসুক বাতাসে,
আলপনা রঙ ভরুক হাসিতে।
সিংহ চেপে এসো মহাশক্তি ধরাতে,
অসুর দমনে মাতো অশুভ সরাতে।
চারদিনের সুখ যায় যে মিলিয়ে,
বিজয়ার ক্ষণে মনকে কাঁদিয়ে।
ফিরে এসো মা, আশীর্বাদ দাও,
ভক্ত হৃদয়ে প্রেমের আলো ছড়াও।
Comments :0