UTSAVE ANUVABE — POTRY — NASIR AHAMED — SHARADDIYA UTSAVE — NATUNPATA — 1 OCTOBER 2025, 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — নাসির আহমেদ — শারদীয় উৎসবে — নতুনপাতা — ১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POTRY  NASIR AHAMED  SHARADDIYA UTSAVE  NATUNPATA  1 OCTOBER 2025 3rd YEAR

উৎসবে অনুভবে

কবিতা  

শারদীয় উৎসবে 

নাসির আহমেদ

নতুনপাতা 
 

বর্ষা শেষে শরৎ আসে শুভ্র কাশের বন 
সাদা মেঘের ভেলায় আসে শারদ আয়োজন 
চোখ জুড়ানো ছবির মত নীল আকাশের গায়
মেঘের পরে মেঘ সাজিয়ে কেউ কি এঁকে যায়!

দিকে দিকে কাশের বনে হাওয়ার দোলায় ঢেউ 
বাংলা ছাড়া দৃশ্য এমন কোথাও পাবে কেউ!
শরৎ এলেই সন্ধ্যা-সকাল হালকা কুয়াশায় 
শিউলি যেন ভেজাঘাসে স্মৃতি রেখে যায়।

শরৎ এলেই শারদীয় বিশাল আয়োজন 
দুর্গাপুজোর উৎসবে ঢাক ঢোলের আলোড়ন।
অসুর বধের  সে উৎসবে নাচে সবার প্রাণ 
বাতাস ছড়ায় ধূপধুনো আর হরেক ফুলের ঘ্রাণ।

Comments :0

Login to leave a comment