Press Forces

সীমান্ত সতর্কই, মূল্যবোধ সর্বদা ধর্মনিরপেক্ষ, পাকিস্তানকে বার্তা সেনার

জাতীয়

শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে কমোডর রঘু আর নায়ার, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বিদেশ সচিবের বৈঠকের পরই ভারতীয় সেনা সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন করল। সেনার কমোডর রঘু আর নায়ার জানিয়েছেন যে যুদ্ধবিরতি বার্তা দেওয়া হয়েছে সেনা সব স্তরে। তবে পাকিস্তান হঠকারিতা দেখালে জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে সেনা। বজায় থাকতে সর্বোচ্চ সতর্কতা।
এদিন সকালে বিদেশ সচিবের সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে ভুল তথ্য প্রচারে দায়ী করে ভারত। সন্ধ্যের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনেও একই সুরে সরব হয়েছেন দুই সেনা আধিকারিক সোফিয়া কুরেশি  ও ব্যোমিকা সিং।
পাকিস্তান আন্তর্জাতিক স্তরে বার্তা দিয়ে চলেছে যে ভারতীয় সেনা আক্রমণ হয়েছে মসজিদ লক্ষ্য করে, ধর্মস্তানের ওপর। আক্রমণ হয়েছে গুরুদ্বারে। পাকিস্তান সেনার সর্বোচ্চ স্তর থেকে তোলা এই অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং। 
তাঁরা বলেছেন, ‘‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতীয় সেনা সাংবাধানিক মূল্যবোধ নিয়েই চলে। সাংবিধানিক মূল্যবোধের প্রতিফলন রেখে পদক্ষেপ নেয় সেনা। যে কোনও ধর্মবিশ্বাসকে সর্বোচ্চ সম্মান জানায় ভারতীয় সেনা। মসজিদে হামলার প্রশ্নই ওঠে না। পহেলগামে হামলার পর সন্ত্রাসবাদী ঘাঁটিতেই আক্রমণ করা হয়েছে। পাকিস্তান তারপর থেকে ভারতের সেনা পরিকাঠামোয় একের এক হামলা করতে থাকে। তার জবাবে পাকিস্তানের সেনা পরিকাঠামোয় লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে এবং আঘাত করা গিয়েছে।’’
কুরেশি বলেছেন, জেএফ-৭০ ব্যবহার করে ভারতীয় আকাশ সুরক্ষা ব্যবস্থা এস-৪০০ অংশত বিকল করে দেওয়ার তথ্য প্রচার করছে পাকিস্তান। এই তথ্য ভুল। ভারতের এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে। 
সিং বলেছেন, পাকিস্তান ভারতের সিরসা, ভূজ, ভাতিন্ডায় বিমানঘাঁটি অচল করার দাবি করেছে। সকালেই দেখানো হয়েছে যে এই সব জায়গায় বায়ুসেনার পরিকাঠামো বজায় রয়েছে। বলা হয়েছে যে চন্ডীগড়ে সামরিক বাহিনীর পরিকাঠামোয় আঘাত করা হয়েছে। ছবি সহ প্রমাণ দিয়ে দেখানো হয়েছে যে এই দাবি পুরোপুরি অসত্য। 
সিং এবং কুরেশি দু’জনেই বলেছেন যে ক্ষতি হয়েছে আসলে পাকিস্তানের সামরিক বাহিনীর। ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ করতে চয়েছিল পহেলগামে বর্বরতার পর। সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত করতে পেরেছে ভারত। 
সেনা বলেছে যে পাকিস্তানের আকাশ সুরক্ষা ব্যবস্থা, রাডার ব্যবস্থা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক পরিকাঠামোর বড় ক্ষতি হয়েছে। 
নায়ার বলেছেন, যুদ্ধবিরতির সমঝোতা কার্যকর করা হয়েছে শনিবার বিকেল পাঁচটা থেকেই। কিন্তু আমরা তৈরি রয়েছি। যুদ্ধবিরতির শর্ত ভেঙে হটকারী হামলা হলে নির্ণায়ক জবাব দেবে ভারত।

Comments :0

Login to leave a comment