indian army

ভারতীয় বায়ু সেনার প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করেছে সীমান্তবর্তী এলাকা : ভারতীয় সেনা

জাতীয়

ছবি প্রতীকী

পাকিস্তানের ড্রোন হামলা এবং ক্ষেপনাস্ত্র থেকে সীমান্তবর্তী একাধিক অঞ্চল এবং পাজ্ঞাবে স্বর্ণমন্দিরকে রক্ষা করতে সক্ষম হয়েছে ভারতীয় বায়ু সেনার প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে একটি ভিডিও দেখানো হয় সেখানে দেখা যায় অপারেশন সিঁদুর পরবর্তী সময় পাকিস্তানের বিভিন্ন হামলাকে সক্ষম ভাবে প্রতিরোধ করতে পেরেছে ভারতীয় সেনা। 
মেজর জেনারেল কার্তিক সি শেসাদ্রী বলেন, ‘‘আমাদের ধারনা ছিল পাকিস্তানের সেনা আমাদের সেনা ঘাঁটি, বসতি এলাকা এবং ধর্মীয় স্থান গুলোতে হামলা চালাতে পারে। ধর্মীয় স্থান গুলোর মধ্যে স্বর্ণমন্দির অন্যতম গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে স্বর্ণমন্দিরকে রক্ষা করতে আমরা সক্ষম হয়েছি।’’ তিনি দাবি করেছেন পাকিস্তানের বাহিনী ড্রোন হামলা এমনকি মিসাইক হামলার চেষ্টা করেছে স্বর্ণমন্দিরের ওপর কিন্তু ভারতীয় বায়ু সেনা সব সময় তৎপর থেকেছে। 
মেজর জেনারেন শেসাদ্রী বলেন, ‘‘৮ মে সকালে পাকিস্তান স্বর্ণমন্দির লক্ষ করে হামলা চলানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় বায়ু সেনার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্বর্ণমন্দিরে কোন আঁচ আসতে দেয়নি।’’
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। কুটনৈতিক পদক্ষেপের পর, ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় তাদের ৯ টি ঘাঁটি। ভারতীয় সেনার কথায় এই অপারেশনে ১০০ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। পাল্টা সীমান্ত এলাকায় হামলা চালায় পাকিস্তান। মৃত্যু হয় ১৩ জন ভারতীয়ের।
তবে পহেলগাম হামলায় যেই চারজন মূল অভিযুক্ত তাদের খোঁজে এখনও তল্লাসি চললেও এখনও গ্রেপ্তার করা যায়নি।

Comments :0

Login to leave a comment