Bangladesh Arrest

‘মঞ্চ ৭১’-র অনুষ্ঠানে হামলা, বক্তাদের গ্রেপ্তারির নিন্দা বাংলাদেশে

আন্তর্জাতিক

আদালতে আব্দুল লতিফ সিদ্দিকী।

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রাক্তন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিল আদালত।
গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ’মঞ্চ ৭১’ নামে একটি মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে উত্তেজনা তৈরি হয়। প্রাক্তন মন্ত্রী ও আওয়ামী লিগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী সহ বাকিদের হেপাজতে নেয় পুলিশ। 
বৃহস্পতিবার ঘটনার তীব্র নিন্দা করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। বিবৃতিতে বলা হয়েছে যে ‘মঞ্চ ৭১’ আয়োজিত সেমিনারে রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, জাসদ নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, বরিষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সহ সংগঠক, মুক্তিযোদ্ধা অতিথিবৃন্দের ওপর আক্রমণ হয়েছে। শুধু তাই নয় ঐ অপশক্তি ’৭১ এর চেতনা বিরোধী অত্যন্ত পরিকল্পিত ভাবেই জুলাই যোদ্ধার ছদ্মবেশে এই হামলা চালিয়েছে। তার পিছনে সরকারের মদত রয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ’৭১ এর মুক্তিযুদ্ধের বীর সেনানি কাদের সিদ্দিকী বলেছেন, ‘‘কোনো গণতান্ত্রিক দেশে কারও সভা-সমাবেশ বানচাল করার সাংবধানিক বা আইনানুগ সুযোগ নেই।’’
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের উদ্দেশ্য জানিয়ে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ তৈরি হয়। বৃহস্পতিবার গোলটেবিল বৈঠকের আয়োজন করে এই মঞ্চ। 
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুঁইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ নাসু বিবৃতিতে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে। সন্ত্রাসীদের প্রধান টার্গেট মুক্তিযুদ্ধ। তারা সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে। নারীদের উপর আক্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা প্রদান করছে।

Comments :0

Login to leave a comment