Professor Arrested

অধ্যাপক মেহেনমুদাবাদের জামিন সুপ্রিম কোর্টে

জাতীয়

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদের জামিন হলো সুপ্রিম কোর্টে। অপারেশন সিন্দুর প্রসঙ্গে কুমন্তব্য করার অভিযোগে তাঁকে গত রবিবার গ্রেপ্তার করেছিল হরিয়ানা পুলিশ। 

মেহমূদাবাদের যে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, তার কোথায় তিনি সেনা অভিযান সম্পর্কে প্রশ্ন তুলেছেন, দেখাতে পারেনি অভিযোগকারীরা। ভারতীয় মহিলা সেনা আধিকারিকদের সম্পর্কে খারাপ মন্তব্য করার অভিযোগও তোলা হয়েছে। কিন্তু পোস্টের কোথায় খারাপ মন্তব্য তাও দেখানো যায়নি। 

হরিয়ানার যুব বিজেপি র এক নেতা এবং রাজ্য মহিলা কমিশন একযোগে এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রাজ্যের বিজেপি সরকারের পুলিশ অতি তৎপর হয়ে গ্রেপ্তার করে নেয়। 

মেহেমু দাবাদের গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয় বিভিন্ন অংশ। অধ্যাপকদের সংগঠন দিল্লি টিচার্স ফ্রন্ট প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানাই ছাত্র সংগঠন এসএফআই। সমাজের বিভিন্ন অংশই প্রশ্ন তোলে যে মধ্য প্রদেশের মন্ত্রী বিজেপি নেতা বিজয়ে শাহ কর্নেল সুফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলা সত্বেও বিজেপি ব্যবস্থা নিল না। সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পরও এই মন্ত্রী দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। দেশের বিদেশ সচিব কে ব্যক্তিগত আক্রমণ করার পরও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। দেশময় বিদ্বেষ প্রচার ছড়ানো সত্বেও বিজেপি আরএসএসের অনুগামীদের কোন শাস্তি হয়নি। অথচ এই অধ্যাপক এর বিরুদ্ধে অভিযোগের কোন প্রমাণ থাকা না সত্বেও তাঁকে গ্রেপ্তার করা হল কেন। 

মেহেমুদাবাদ কার্যত প্রশ্ন তুলেছিলেন দেশময় বিদ্বেষ প্রচারের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপরে একের পর এক আক্রমণ সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ার বাস্তবতায়। উগ্র হিন্দুত্ববাদী বাহিনী এই দেশ দ্রোহী বানিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে।

Comments :0

Login to leave a comment