Punjab and Hariyana High Court

পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বোমাতঙ্ক

জাতীয়

পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে ইমেইল মারফত এলো বোমাতঙ্কের হুমকি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘এদিন বোমাতঙ্কের হুমকি দিয়ে একটি মেইল আসে। তাতে বলা হয় যে কোর্ট চত্বরে বোমা রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় তল্লাসি চালানো হয়।’’
অতিরিক্ত সিলিসিটার জেনারেল সত্যপাল সিং সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘‘মেইলটি আসার পরপরই পুলিশ এবং বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। তারা আসে। গোটা কোর্ট এলাকা খালি করে দেওয়া হয়।’’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তল্লাসি চালিয়ে কোন বিস্ফোরক পাওয়া যায়নি। সাময়িক ভাবে আদালতের সব কাজ বন্ধ রাখা হয় এবং কাউকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি তল্লাসি চলাকালিন। তবে কোথা থেকে এই হুমকি এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারিরা।

Comments :0

Login to leave a comment