তারা তারি ঘরে ফিরবে স্বামী আশ্বাস নিয়ে ফিরলেন পূর্ণামের স্ত্রী। জানলায় বসে ছেলের দিন গুনছেন বাবা।বিএসএফ এর আশ্বাস নিয়ে বাড়ি ফিরলেন জওয়ানের স্ত্রী, বাবা বললেন দায় কেন্দ্রের।
এখনও পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁর মুক্তির ব্যাপারে নিশ্চয়তা মেলেনি। পাঠানকোট থেকে বাড়ি ফিরে এলেন জওয়ানের স্ত্রী ও আত্মীয়রা। রিষড়ায় বাড়িতে ঢোকার মুখে জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, বিএসএফের সিও জানিয়েছেন ভয়ের কোন বিষয় নেই। আমরা আশাবাদী।পূর্নমের আত্মীয় সত্য প্রকাশ গুপ্তা জানান, বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তারা আমাদের বলেছেন ধৈর্য ধরতে আমরা ধৈর্য ধরবো তার মুক্তির ব্যাপারে। তবে কতক্ষণ ধৈর্য ধরবো সেটা বলতে পারছি না।
পূর্নমের বাবা ভোলানাথ সাউ বলেন, বৌমার সঙ্গে কি কথা হয়েছে তা আমি জানিনা। ছেলে এখনও ফেরেনি, এটা কেন্দ্রীয় সরকারের দায়। কেন্দ্র সরকারেরই দ্বায়িত্ব। তাদের কাছ থেকে কোনরকম খবর আমি পাইনি। এখনই উৎকণ্ঠা কাটছে না।
গত ২৮ এপ্রিল পূর্নমের স্ত্রী রজনী ছেলে ও তার কয়েকজন আত্মীয় নিয়ে পাঠানকোট গিয়েছিলেন।
গত ২৩ তারিখ ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জারসের হাতে বন্দি হন ভারতীয় বিএসএফের জওয়ান পুর্নম কুমার সাউ। তারপর থেকেই রিষড়ার বাড়িতে উৎকণ্ঠা আর উদ্বেগ। জওয়ানের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা, বাড়িতে বৃদ্ধ বাবা মা ও সাত বছরের সন্তান রয়েছে। সব নিয়ে পরিবারে একটা অস্থিরতা কাজ করছিল। তাই স্বামীর খোঁজ নিতে তাঁর কর্মস্থলে পৌঁছে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তবে সেখানে বিএসএফ আধিকারিক এবং ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলে তারা সেই উৎকণ্ঠা আশ্বাস নিয়েই আজ বাড়ি ফিরে আসেন। প্রায় ১০ দিন হতে চললো পাকিস্তানি রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন ভারতীয় এই বিএসএফ জওয়ান। কবে তাকে মুক্তি দেওয়া হবে তা নির্দিষ্ট করে বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি তবে জওয়ানের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে বারবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে কথা চলছে পাকিস্থানের সঙ্গে। মুক্তি পাবেই তবে কবে কবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Comments :0