দেশের ২৫৯টি জায়গায় হবে মক ড্রিল, বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। একটি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে জায়গা গুলির নাম উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম মক ড্রিল হচ্ছে বলে বিভিন্ন মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে। সূত্রের খবর কলকাতা, মুম্বাইয়ের মতো শহর গুলোয় হবে এই মহড়া।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এবং সামারিক বাহিনীর আধিকারিদের সাথে বৈঠক করেন। সেখানে এই মহড়ার বিষয় আলোচনা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর বৈঠকে জরুরি পরিস্থিতিতে নাগরিকদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাও মূল্যায়ন করা হচ্ছে। যেই ক্ষেত্রগুলির ওপর নজর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সাইরেনের প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া, বিদ্যুৎ বিভ্রাটের সময় করণীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় সরবরাহের প্রস্তুতি।
উল্লেখ্য ২৫৭টি স্থানের মধ্যে ১০০টিরও বেশি স্থানকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Comments :0