Mumbai

করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বৃহণ্মুম্বাই মিউনিসিপালিটির

জাতীয়

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই নাগরিকদের কাছে এমনই আবেদন করলো বৃহণ্মুম্বাই কর্পোরেশন। কর্পোরেশনের বক্তব্য,সংক্রমণ বৃহৎ আকার নেয়নি। গত রবিবার হাসপাতালে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যা ছিল তার। 

হংকং, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বৃহণ্মুুম্বাই মিউনিসিপাল কর্তৃপক্ষের কথায়, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা কম থাকলেও চলতি মাসে তা বেড়েছে। তবে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে কর্পোরশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জানা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো পাশাপাশি আইসিইউ বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কারো করোনা সংক্রমণ দেখা দিলে নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য।  

Comments :0

Login to leave a comment