পুকুরের মধ্যে থেকে উদ্ধার হলো গাড়ি। ভেতরে চালকও ছিলেন। ক্রেন দিয়ে গাড়িটিকে পুকুর তোলা হয়। গাড়ির ভেতরে মেলে চালকের দেহ।
উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার অন্তর্গত ঘোলা দ্বারিক ব্যানার্জি রোডে পুরনো পোস্ট অফিস পাড়া। বুধবার সকালে এখানকার একটি পুকুরে গাড়িটি ভাসতে দেখেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের গাড়ি এবং ক্রেন এলেও স্থানীয় এক যুবকের সহায়তায় গাড়িটি তোলা হয়। দেহ উদ্ধার করতে তিনিও নামেন পুকুরে। স্থানীয়দের বক্তব্য, সম্ভবত ৪-৫ দিন আগের ঘটনা। দেহে পচন ধরেছে।
PANIHATI CAR
পুকুরে পড়ে থাকা গাড়ি থেকে উদ্ধার দেহ

×
মন্তব্যসমূহ :0