Gaza Graveyard

বিধস্ত গাজায় ঘরহারা মানুষ আশ্রয় নিচ্ছেন কবরস্থানেই

আন্তর্জাতিক

কবরস্থানই ভরসা গাজায়। তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে পরিবার নিয়ে।

সংঘর্ষ চলাকালীন গাজার বহু বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে। গাজায় প্রায় কোনও বাড়িই আস্ত নেই। সংঘর্ষ বিরতি চললেও ঘরে ফেরার জায়গা নেই ঘরহারাদের। তাঁদের অনেকের আশ্রয় হয়েছে কবরস্থান। 
সংঘর্ষবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ গাজার বহু মানুষের। এর মধ্যেই  পরিবার নিয়ে তাঁবু খাটাচ্ছেন কবরস্থানে। বিধস্ত গাজায় অস্থায়ী আশ্রয় খোঁজারও আর জায়গা নেই।
যুদ্ধবিরতি ঘোষণার পরেও আক্রমণ অব্যাহত। শেষ ২৪ ঘন্টায় গাজায় ইজরায়েলের আক্রমণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। 
গাজার স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে যে গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ৮৯ জন পালেস্তিনীয় নিহত হয়েছেন ইজরায়েলের হামলায়। ৩১৭ জন আহত। এই ক’দিনে ৪৪৯ দেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষ বিরতির পর বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে বহু দেহ।
প্যালেস্তাইনের গাজার পাশাপাশি আশেপাশের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননে হেজবোল্লার সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের সময় ১২ সাংবাদিক নিহত হয়েছিলেন। ইজরায়েলের সেনার এই হামলা তদন্তের নির্দেশ দিল লেবানন সরকার। তদন্ত করবে লেবাননের বিচার মন্ত্রক। 
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে সংঘর্ষের শুরু থেকে নিহতের সংখ্যা ৬৪,২৮০। ১৭০,৩৭৫ জন আহত হয়েছেন।
গাজার পার্শ্ববর্তী দেশগুলির দখল নেওয়ার জন্য তাদের উপরও হামলা চালায় ইজরায়ে। যেমন লেবাননে হেজবোল্লা গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব চলাকালীন, ঘটনাটির সম্প্রচারের সাথে যুক্ত ১২ জন সাংবাদিককে হত্যা করে ইজরায়েল। এর আগে গাজা ইজরায়েল যুদ্ধ চলাকালীনও গাজার সাংবাদিকদের উপর ওআক্রমণ চালায় ইজরায়েল। সেই সময় শতাধিক সাংবাদিকের মৃত্যু হয়। সাংবাদিকদের উপর আক্রমণের যোগ্য জবাব দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে লেবানন। 
যুদ্ধবিরতির পরেও ত্রাণ না মেলার অভিযোগ রয়েছে। ত্রাণবাহী ট্রাক চলাচলের বিভিন্ন রাস্তা প্রায় ধ্বংস করা হয়েছে। 
গাজার পুনর্গঠন বিষয়ে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি উত্তর গাজা শহরের একটি ক্ষুদ্র অংশকে চিহ্নিত করে তিনি বলেন এই অংশ 'হামাস-মুক্ত'। তাই ওই অংশে দ্রুত পুনর্নির্মাণ শুরু হবে।

Comments :0

Login to leave a comment