পশ্চিম বর্ধমান জেলার মৎস্যজীবীদের সমস্যা সমাধানের দাবি জানিয়ে সার ভারত মৎসজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে জেলা মৎস্য আধিকারিকের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সরকারের উদাসীনতা, পরিকল্পনা ও আর্থিক সহায়তার অভাবে মৎস্য সমবায় সমিতিগুলি মুখ থুবড়ে পড়েছে। তাদের দবি, মৎস্য চাষের সরঞ্জাম, স্বল্প সুদে ঋণ সহ সামাজিক সুরক্ষা, পরিচয়পত্র প্রদান করতে হবে। গ্রামীণ এলাকার সঙ্গে কর্পোরেশন এলাকার মৎস্যজীবীদের সমান সুযোগ দিতে হবে। করপোরেশন এলাকার মৎস্যচাষিরা বঞ্চিত হচ্ছেন। দুর্গাপুর ব্যারেজ ও মাইথন জলাধারে সরকারি উদ্যোগে মাছের চারা ছাড়তে হবে।
জেলার মাছের বাজারগুলিতে মহিলাদের শৌচাগার ও ছাউনির ব্যবস্থা করতে হবে। সংগঠনের জেলার নেতা গণেশ পণ্ডিত ও প্রাক্তন বিধায়ক সরেশ আঁকুড়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল জেলার মীনভবনে আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেন।
Fishermen Asansol
মৎস্যজীবীদের দাবিতে আসানসোলে ডেপুটেশন

×
Comments :0