Chess

দাবায় বিশ্বজয় গুকেশের

খেলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমানে বিশ্বের পঞ্চম স্থানাধিকারী চিনের ডিং লিরেনকে হারিয়ে রেকর্ড গড়লেন ভারতের গুকেশ ডোমারাজু। দাবায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই গড়লেন বিশ্বজয়ের রেকর্ড। এতদিন পর্যন্ত ১৯৮৫ সালে আত্মপ্রকাশ ঘটানো জয়ী আনাতোলি কারপভ ছিলেন সর্বকনিষ্ঠ দাবাড়ু। তখন তার বয়স ছিল ২২। লিরেনের বিরুদ্ধে ১৪ গেমের ম্যাচের বেশিরভাগটাই চলছিল ড্র এর দিকেই। তবে শেষ রাউন্ডে জিতে ৭.৫-৬.৫ ব্যবধানে কিস্তিমাত করলেন গুকেশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন