শনিবার প্রকাশিত হলো হাই মাদ্রাসার ফলাফল। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন মাদ্রাসা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনটি বিভাগ মাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৩৭ জন।
হাই মাদ্রাসায় চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ৪৪ হাজার ৭৩ জন। পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন (পাশের হার ৯০.৩২ শতাংশ)। যুগ্ম প্রথম হয়েছেন মালদহের ফাহমিদা ইয়াসমিন ও শাহিদা পারভিন। প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় হয়েছে মালদহের শ্যামসুন নেহার, প্রাপ্ত নম্বর ৭৭৬। তৃতীয় হয়েছে মালদহ থেকে আলিফনুর খাতুন, প্রাপ্ত নম্বর ৭৭২।
পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।
আলিমে মোট পরীক্ষার্থী ১১ হাজার ৫৮৮ জন। প্রথম হয়েছেন মহম্মদ সৈয়দ আলম মণ্ডল, তিনি পেয়েছেন ৮৭৩। দ্বিতীয় স্থানে রয়েছেন মাসুম বিল্লা গাজি তার নম্বর ৮৭০। তৃতীয় মহম্মদ ওমার ফারুক মণ্ডল পেয়েছেন ৮৫৩।
ফাজিলে মোট পরীক্ষার্থী চার হাজার ৭১৩ জন। প্রথম স্থান দখল করেছেন ইয়ামিন শেখ তিনি পেয়েছেন ৫৬২। দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন, রাইহান হোসেন ও বাকিবিল্লা গায়েন। তারা পেয়েছেন ৫৫৯। তৃতীয় আব্দুল হালিম পেয়েছেন ৫৫৮।
High Madrasah result 2025
প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল

×
Comments :0