Bombs Found

বস্তাভর্তি বোমা উদ্ধার ভাটপাড়ায়

জেলা

ভাটপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের জগদ্দলের কলাবাগান দুই নম্বর লাইনে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে এক বস্তা বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ এই ঘরের মধ্যে একটি বস্তা দেখে সন্দেহ তৈরি হয়।এই পরিত্যক্ত বাড়ির মালিককে খবর দেওয়া হয়।সেই লোক ঘরে গিয়ে একটি বস্তার মধ্যে বোমা দেখতে পায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ভাটপাড়া থানায় খবর দেওয়া হয়। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোম ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়। প্রায় চার ঘণ্টা পর বোম ডিসপোজাল স্কোয়াড এর লোকজন আসে। এরপর বস্তাভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঐ বস্তার মধ্যে দশটি তাজা বোমা ছিল বলে জানা গেছে। ওই বোমাগুলো বন্ধ কাকিনাড়া পেপার মিলের ভেতরে গঙ্গার ধারে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন