পাকিস্তান থেকে আমদানি হওয়া সব ধরনের দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় সরকার। শনিবার বিবৃতি দিয়ে সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে ঘুরপথে বা সরাসরি ভারতে আমদানি হওয়া সব ধরনের পাকিস্তানের দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কুটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এই ঘটনার পর ভারতীয় সেনার তৎপরতা লক্ষ করা গিয়েছে। রাজস্থানে মহড়া দিতে দেখা গিয়েছে ভারতীয় সেনাকে। আরব সাগরে মহড়া দিয়েছে নৌসেনা।
উল্লেখ্য পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভারতের নির্দেশের পর দেখা গিয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানের বহু নাগরিককে দেশে ফিরতে। কেন্দ্র ওই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ জারি করে বৃহ্স্পতিবার।
শুক্রবার সিন্ধু জল চুক্রি সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। ১৯৬০’র এই চুক্তির প্রয়োগ আপাতত স্থগিত ঘোষণা করেছে ভারত। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল বলেছেন, ভারত থেকে এক বিন্দু জল যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করা হবে।
India Pakistan trade
পাকিস্তানি দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্র

×
Comments :0