SSC scam

সিপিআই(এম) ও কংগ্রেসের রাজ্য দপ্তরে চাকরিহারারা

রাজ্য কলকাতা

চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল দেখা করে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে। এদিনই প্রদেশ কংগ্রেস সভাপতি 
শুভঙ্কর সরকারের সঙ্গেও বৈঠক করেন তাঁরা। দীর্ঘক্ষণ কথা হয় কংগ্রেস সভাপতির সাথে। 
সিপিআই(এম) রাজ্য দপ্তর মজফ্ফর আহমেদ ভবনে ও প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে বুধবার বিকেলে যান চাকরিহারা শিক্ষকরা। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের সাথে। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী বলেন, "চাকরিহারারা দীর্ঘক্ষণ শুভঙ্কর সরকারের সাথে কথা বলেন। তাঁদের আন্দোলনের পাশে সর্বত ভাবে থাকার জন্য অনুরোধও করেন।" চাকরিহারা শিক্ষকরা এর আগে রাহুল গান্ধীর সাথে দেখা করেন। রাহুল গান্ধী এই শিক্ষকদের হয়ে রাষ্ট্রপতির কাছেও চিঠি লেখেন।
সুমন রায়চৌধুরী আরও বলেন, "শুভঙ্কর সরকারের কাছে তাঁরা আবেদন করেছেন যে বিরোধী দলনেতা হিসাবে লোকসভার বাদল অধিবেশনে এই বিষয়টি তুলতে।  

তৃণমূল সরকার ও স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা না দেওয়ার জন্য চাকরি হারাতে হয়েছে এই শিক্ষক শিক্ষিকাদের। চলতি দফায় তালিকা পেশ করার কথা ঘোষণা করেছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। কিন্তু কোনও তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশের দাবিতে টানা অবস্থান বিক্ষোভ করছে চাকরিহারারা। কিন্তু সেই চাকরি হারা শিক্ষকদের ওপরই আক্রমণ করছেন কখনো পুলিশ আর কখনো তৃণমূলের দুষ্কৃতীরা।  

 

 

 

Comments :0

Login to leave a comment