Brigade Jalpaiguri

ট্রেনে, বাসে ব্রিগেড অভিমুখে রওনা জলপাইগুড়ির কৃষিজীবী, শ্রমজীবীরা

জেলা ব্রিগেড

জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ব্রিগেড সমাবেশের পথে। ছবি: দীপশুভ্র সান্যাল

জলপাইগুড়ি জেলার বামপন্থী কর্মীরা ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।  
কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২০শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে।  ব্রিগেড সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গের অন্যান্য জেলার সঙ্গেই জলপাইগুড়ি জেলার বানারহাট, মেটেলি, ময়নাগুড়ির শ্রমিক, কৃষক, খেতমজুররা ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রাতের ট্রেনগুলিতে যাচ্ছেন জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, মালবাজার, ধুপগুড়ির শ্রমিক কৃষক খেতমজুররা।  তিস্তা- তোর্সা, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এর সঙ্গেই বাসে করেও বামপন্থী কর্মীরা কলকাতার বুকে হাজির হচ্ছেন। 
শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে, ওয়াকফ আইন বাতিলের দাবিতে, ১০০ দিনের কাজ, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে ব্রিগেড সমাবেশ হতে চলেছে।

Comments :0

Login to leave a comment