Jalpaiguri Durba Banerjee

জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেত্রী প্রয়াত

জেলা

প্রয়াত হলেন জলপাইগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বামফ্রন্টের প্রাক্তন বিরোধী দলনেত্রী কমরেড দূর্বা ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে জরায়ুতে টিউমারের জটিলতায় ভুগছিলেন তিনি। রবিবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ইউনিটে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কমরেড দূর্বা ব্যানার্জি ছিলেন সিপিআই(এম)-এর জলপাইগুড়ি সদর-পূর্ব এরিয়া কমিটির সদস্য ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সদস্য। যুব আন্দোলনের সাথে যুক্ত থাকার সময় ১৯৯৯ সালে তিনি পার্টির সদস্য পদ লাভ করেন । পৌর রাজনীতিতে তিন দফা নির্বাচিত কাউন্সিলর ও পরবর্তীতে প্রশাসক হিসেবে দীর্ঘ দুই দশক ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতি-র প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান বোর্ডের সক্রিয় সদস্য সমিতির প্রথম সময় থেকে এলাকার মহিলাদের স্বনির্ভর করার জন্য তিনি এই সমিতির সাথে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। ছাত্রজীবনে আসামে থাকার সময় জাতীয় স্তরের ক্রীড়াবিদ হিসেবে রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানান জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, প্রমুখ। শ্রদ্ধা জানান সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পীযুষ মিশ্র, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য সহ নেতৃবৃন্দ। পুষ্পার্ঘ্য অর্পণ করার পর ৫৬টি অর্ধনমিত পতাকা নিয়ে শোক মিছিল মাসকলাইবাড়ি মহাশ্মশানে পৌঁছায়। সেখানে কমরেড দূর্বা ব্যানার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।

Comments :0

Login to leave a comment