Pakistan

সিন্ধু জলবন্ধ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

আন্তর্জাতিক

সিন্ধু নদীর জল আটকানোর জন্য ভারত কোন  বাঁধ নির্মান করলে তা ভেঙে দেবে পাকিস্তান। এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ওই দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।  সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, ভারত যদি সিন্ধু নদীর ওপর কোন বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান কি পদক্ষেপ নেবে। উত্তরে আসিফ বলেন, ‘ভারত সরকার যদি এই ধরনের কোন পদক্ষেপ নেয় তবে তাদের আগ্রাসন প্রকাশ পাবে। কিন্তু পাকিস্তান ওই বাঁধ ভেঙে দেবে।’

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কুটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে অন্যতম সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া। তারপর থেকে পাকিস্তানের একাধিক নেতাকে ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছে। তবে পাকিস্তানের এই হুমকিকে কোন ভাবে গ্রাহ্য করেনি ভারত সরকার। তারা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এক ফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে।

পহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে সরাসরি নিশানা করেছে ভারত। যেই সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈবার মদতপুষ্ট।  

Comments :0

Login to leave a comment