কয়লাখনি বেসরকারিকরণের বিরুদ্ধে খনি মজদুরদের লড়াই বহুদিনের। কেন্দ্রের বিজেপি সরকারের শাসনকালে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারিকরণের তীব্রতা বেড়েছে। কয়লা মন্ত্রকের ২০২৩-২৪’র অ্যাকশন প্ল্যানে বলা হয়েছে যে কোল ইন্ডিয়া লিমিটেডের খনি ও ব্লকগুলি পরিচালনা করবে মাইন ডেভেলপার অ্যাণ্ড অপারেটর বা এমডিও মডেলে।
শ্রমিক আন্দোলনের বক্তব্য, এমডিও' র অর্থ হল রাষ্ট্রায়ত্ত কয়লা খনি ঠিকাদারের হাতে তুলে দেওয়া। রাজস্ব ভাগাভাগি করে নেওয়ার মডেলে খনিগুলিকে ২৫ থেকে ৩০ বছরের ইজারায় দেওয়া হবে। কার্যত বেসরকারি মালিকের হাতে বিক্রি করে দেওয়া হবে খনি। সরকার ইতিমধ্যে ৫৪টি ভূগর্ভস্থ খনি চিহ্নিত করেছে এই মডেলে পরিচালনার জন্য।
রানিগঞ্জের বাঁশড়া ইসিএল'র কয়লাখনি এলাকায় এমডিও মডেলে প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসীরা। কয়লা খনি শ্রমিকদের সঙ্গে গ্রামের কৃষক খেতমজুর ও সাধারণ যুবরা আন্দোলনে শামিল হয়েছেন। শুক্রবার বাঁশড়ায় আদিবাদী প্রধান এলাকায় মিছিল ঘুরেছে। মিছিল থেকে আওয়াজ ওঠে, ইসিএল’র বেসরকারিকরণ বন্ধ করতে হবে।
প্রস্তাবিত এই প্রকল্পে কনভেয়র বেল্টের মাধ্যমে কয়লা আদিবাসী এলাকার মধ্যে দিয়ে যাবে। ফলে এলাকায় ব্যাপক দূষণ ছড়ানোর আশঙ্কা করছেন বাসিন্দারা। কনভেয়র বেল্ট চালু করলে কাজ হারাবেন খনির ঠিকা শ্রমিকরা। এমনিতেই ঠিকা মজদুররা সম্মানযোগ্য মজুরি পাচ্ছেন না। কোল ইন্ডিয়ার সুযোগ সুবিধা থেকে অবহেলিত হচ্ছেন।
এদিন কয়লাখনির বেসরকারিকরণ ও দূষণ রোধ এবং স্থানীয়দের কাজের দাবি নিয়ে মিছিল শেষে বাঁশড়ায় ইসিএল'র এজেন্টের কাছে দাবিপত্র তুলে দেন গ্রামবাসীরা। সিআইটিইউ অনুমোদিত কয়লাখনি শ্রমিক ইউনিয়ন ভারতের কোলিয়ারি মজদুর সভার সাধারণ সম্পাদক মনোজ দত্ত বলেন, ‘‘কয়লা খনি বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলনে খনি শ্রমিকদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষ শামিল হয়েছেন। এই লড়াই তীব্র হবে। কয়লাখনি বেসরকারিকরণ রুখবই।’’
ECL Privatisation Protest
রানিগঞ্জে ইসিএল’র খনি বিক্রি রুখতে মিছিল শ্রমিক, গ্রামবাসীদের

×
Comments :0