সেলিম বলেন, ‘‘পুলওয়ামা ঘটনার সময় দেখা গিয়েছিল বিজেপি দোষীদের না ধরে ধর্মনিরপেক্ষ শক্তিকে আক্রমণ করছে। এখনও তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী এখন ওখানে নাটক করতে গিয়েছে। আমি মনে করি ওখানকার মানুষের উচিত ওনাকে ঘিরে বিক্ষোভ দেখানোর। এখন পুলিশ নিরাপত্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে যখন হলো ওই ঘটনা তখন ছিল না।’’
তিনি বলেন, ‘‘আরজি করের ঘটনা, শিক্ষক নিয়োগের দুর্নীতি, জিনিসের দাম, মানুষের নিত্য সমস্যা এই সব থেকে নজর ঘোরাতে চাইছে তৃণমূল এবং বিজেপি।’’
মমতা ব্যানার্জি যখন মুর্শিদাবাদে যাচ্ছেন তখন সাম্প্রদায়িক হিংসায় নিহত দুজনের পরিবারকে কলকাতা হাইকোর্টে মামলা জন্য নিয়ে এসেছে বিজেপি। এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েছে। আর অন্যদিকে বিজেপি মৃতের পরিবারকে নিয়ে রাজনীতি করছে। তাদের নিয়ে কলকাতায় এসেছে। এখন থেকেই বোঝা যাচ্ছে এরা কেমন সাম্প্রদায়িক তাস খেলছে।’’
তিনি বলেন, ‘‘দাবি জানাচ্ছি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। বিজেপি, তৃণমূলের বিধায়ক, সাংসদকে দোষী, পুলিশ কতটা দায়ী তা বার করতে হবে। দেখতে হবে গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে আগে থেকে ছিল কি না।’’
Comments :0