প্রবীণ অভিনেতা সতীশ শাহ প্রয়াত হয়েছেন। শুক্রবার দুপুরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে মারা যান তিনি।
‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’-র মতো বহু ক্ষেত্রে জনপ্রিয় হয়েছে তাঁর অভিনয়।
প্রায় চল্লিশ বছরের অভিনয় জীবনে সতীশ শাহ প্রায় ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সমাদৃত বহু টিভি সিরিয়ালে তাঁর অভিনয়ের সুবাদে।
বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, ‘সারাভাই ভারসেস সারাভাই’ সিরিয়ালে তাঁর অভিনয় সর্বদা স্মরণীয় থাকবে।
চুয়াত্তর বছরের এই অভিনেতা ভুগছিলেন কিডনির সমস্যায়। রবিবার শেষকৃত্য হবে কৃতী এই অভিনেতার।
Satish Shah
প্রয়াত অভিনেতা সতীশ শাহ
×
Comments :0