ওয়াকফ মামলার শুনানি শুনলেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জানিয়ে দিলেন মামলা শুনবেন পরবর্তী প্রধান বিচারপতি গাভাই। আগামী ১৫ মে সুপ্রিম কোর্টে হবে ওয়াকফ মামলার শুনানি। ১৪ মে প্রধান বিচারপতি পদে শপথ নেবেন গাভাই।
সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইনের বিপক্ষে জমা ৭৩টি পিটিশনের শুনানি হয়েছে। আইনে একাধিক সংস্থান ঘিরে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একটি ধারায় বলা হয়েছে যে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফ পরিচালনার বোর্ডে রাখা হবে অ-মুসলিমদেরও।
তাই নিয়ে ১৬ এপ্রিল শুনানিতে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি।
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছে। সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমও রিট পিটিশন দায়ের করেছেন পার্টির তরফে।
কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেলারেল তুষার মেহেতাকে আগের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আদালতের রায়েই একটি সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হতো। নতুন আইনে সেটা কী ওয়াকফ সম্পত্তি হিসাবেই বিবেচিত হবে?
এছাড়াও আদালত প্রশ্ন তোলে ব্যবহারের ধরনের বিচারে যে সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হয় সেগুলি কী নতুন আইনে ‘ডি-নোটিফাই করা হবে? এই প্রশ্নে সরকারের অবস্থান কি তা স্পষ্ট করে জানান। না হলে সমস্যা তৈরি হবে।
সংশোধনী ওয়াকফ আইনে অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
WAQF BILL
ওয়াকফ মামলা শুনলেন না সঞ্জীব খান্না, মামলা শুনবেন পরবর্তী প্রধান বিচারপতি

×
Comments :0