কংক্রিটের চাঙড় খসে মৃত্যু হয়েছে নির্মাণ শ্রমিকের। আহত হয়েছেন তাঁর সহকর্মী।
বৃহস্পতিবার সরসুনা থানা এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ ছাদ থেকে চাপড় পড়ে। আহত হন বছর আটাশের নুর কালাম ঘরামি এবং সঞ্জয় মাল।
দুজনকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। নুরুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সঞ্জয় মালের চিকিৎসা চলছে।
এদিন ঠাকুরপুকুরে বাখরাহাট রোডে বাইকের ধাক্কায় আহত হন এক পথচারী। তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।
Worker Died
চাঙড় পড়ে শ্রমিকের মৃত্যু বেহালায়

×
Comments :0