Sujan Chakrabarty

বিএলও-রা নির্যাতনের শিকার, সময়সীমা বাড়ানো উচিত: চক্রবর্তী

রাজ্য

ট্রেনিং না দিয়ে অল্প সময়ে ছুটি না দিয়ে নির্যাতন করছে। বাড়তি চাপ আপলোডের। বিজেপি-তৃণমূল চোখ রাঙাচ্ছে। বিএলও-রা ভয়ঙ্কর চাপে। দায়ী কমিশন এবং রাজ্য দু’পক্ষই।
ফের এই অভিযোগে সরব হয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 
তিনি বলেছেন, কোনও সন্দেহ নেই যে সময় বাড়ানো জরুরি ছিল। 
কমিশন যদিও সময় বাড়ানোর কোনও ইঙ্গিত দেয়নি এদিন। 
সংবাদমাধ্যমের প্রশ্নে চক্রবর্তী বলেন, অনুপ্রবেশকারী থাকলে নিশ্চয় চলে যাবে। কিন্তু রাজ্যে ৭ কোটি ৬৫ লক্ষ ভোটারের তুলনায় এই সংখ্যা নগন্য। মাত্র কয়েক হাজার মানুষ সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছেন। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকার।
তিনি বলেন, মতুয়ারা প্রতারণার শিকার। বিজেপি এবং তৃণমূল দুই-ই দাবি। অনশন মতুয়া মহাসঙ্ঘের। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াননি।

Comments :0

Login to leave a comment