বইকথা — নতুনপাতা
রাজ্যের প্রান্তিক শিল্পীদের জীবন সংগ্রাম
দেবাশিস ভট্টাচার্য
বাংলার বিভিন্ন অঞ্চলে গেলেই নজরে পড়বে নয়নাভিরাম শিল্পকর্ম। বেশিরভাগ ক্ষেত্রেই এই সব শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন গরিব মানুষ। যে শিল্পকর্মকে গ্রামীণ কুটিরশিল্প হিসাবে আখ্যায়িত করা যায়। এই শিল্পকর্মের দ্বারাই তাঁরা নির্বাহ করে থাকেন তাঁদের জীবন। পারিবারিকভাবেও অনেকে যুক্ত থাকেন নানা ধরনের শিল্পের সঙ্গে। তাঁরা যেমন নিজেরা স্থানীয় শিল্পকর্মের মধ্যে বেঁচে থাকেন তেমনি যাঁরা শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন তাঁদেরও এই কাজে টেনে এনে জীবিকার সুযোগ করে দেন। এইভাবেই যখন ব্যক্তি মানুষের অভ্যন্তরে লুকিয়ে থাকা শিল্পী মন একবিন্দুতে এসে মিলিত হয় তৈরি হয় অনির্বচনীয় শিল্প। তাঁরাই বয়ে বেড়ান এক এক এলাকার নিজস্ব শিল্পকর্মের ঐতিহ্যকে। বাংলার নানা স্থানে ঘুরে তথ্য সংগ্রহ করে, নিজের চোখে সেই সব শিল্পীদের দেখেছেন, কথা বলেছেন, তাঁদের কাজের ধরনধারণ উপলব্ধি করেছেন তারপর সঞ্চিত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে এই বই। লেখক চন্দন দাস শিক্ষকতা করেন। সাংবাদিকতারও প্রশিক্ষণ নিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, হুগলী, উত্তর দিনাজপুর, নদীয়া, মালদা, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জানা-অজানা ও খ্যাত-অখ্যাত স্থানে পৌঁছে গেছেন। শিল্পীদের হাতের কাজ দেখেছেন। কথা বলেছেন। টেরাকোটা শিল্প, মৃৎশিল্প, দশ-অবতার তাস শিল্প, মানব পুতুল, গালা পুতুল, মাটির পুতুল, বেণী পুতুল, টেপা পুতুল, বাঁশি পুতুল, বাঁশ শিল্প, শোলা শিল্প, খোদাই শিল্প, গালা শিল্প, কাঁথাস্টিচ, পরচুলা শিল্প, ছৌ নাচ, পটচিত্র, মুখোশ শিল্পের মতো জানা-অজানা শিল্প এবং শিল্পীদের সঙ্গেও পরিচয় ঘটিয়ে দেওয়ার প্রয়াস রয়েছে এই বইয়ে।শিল্পীদের মধ্যে তিনি অনন্ত দে, বাবুধন চিত্রকর, প্রদীপ দত্ত, মানিকচন্দ্র ভাস্কর, দেবীপ্রসাদ মণ্ডল, বাংলার এই সব শিল্পের সঙ্গে বাংলার মানুষের পরিচয় ঘটিয়ে দেবার যে আয়োজন করেছেন চন্দন দাস এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
বাংলার প্রান্তিক শিল্পের রোজনামচা
চন্দন দাস। অরুণা প্রকাশন। ২ কালিদাস সিংহ লেন, কলকাতা—৯। ৩০০ টাকা।
Comments :0