SSC SCAM

হাইকোর্টে এসএসসি মামলার শুনানি আগামী সোমবার

রাজ্য জেলা

আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এসএসসি ও স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এই মামলার শুনানি ছিল বুধবার। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি দিন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। এর সাথে আরও যে যে নির্দেশ দিয়েছিলো তা কার্যকর করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলেই মামলা করে হয় হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতেই আদালত এক দিনের মধ্যে জানাতে বলে। মামলাকারীদের তরফে আদালতে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় মানছে না।

যোগ্য শিক্ষকদের তালকা প্রকাশের দাবিতে সোমবার থেকে লাগাতার আন্দোলন করছে চাকরিহারা শিক্ষকরা। এসএসসি চেয়ারম্যান সহ অন্য আধিকারিকদের এসএসসি দপ্তরে আটক করে রাখা হয়। হাইকোর্টের মামার জন্যই তাকে ছাড়া হয়েছে বুধবার।

Comments :0

Login to leave a comment